Insaf jatra Chopra

শহীদ মনসুরের গ্রামে পদযাত্রা, ইনসাফ চেয়ে জনজমায়েত

রাজ্য

মঙ্গলবার চোপড়ায় ইনসাফ যাত্রা

তপন বিশ্বাস, ইসলামপুর 

চোপড়ায় পঞ্চায়েতের মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হয়েছিলেন ডিওয়াইএফআই নেতা মনসুর আলম। সেই মাটিতে মঙ্গলবার রাতে পৌঁছেছে ‘ইনসাফ যাত্রা’। মনসুর হত্যার ইনসাফ চেয়ে কাতারে কাতারে মানুষ ভিড় করলেন ডিওয়াইএফআই’র পদযাত্রায়। পদযাত্রীরা দেখা করেছেন শহীদ মনসুর আলির পরিবারের সঙ্গে।

চোপড়ার বুকে বালি মাফিয়া, চা বাগানের জমি লুট, প্রকাশ্যে হত্যার প্রতিবাদ করার জন্য মুখিয়ে ছিল যুবকর্মীরা। হেমন্তের কুয়াশার হাত ধরে সন্ধ্যা নেমে এসেছে। তারই মধ্যে দার্জিলিং জেলার বিধাননগর থেকে ইনসাফ যাত্রা মহানন্দা সেতু অতিক্রম করে চোপড়া ব্লকের নলবারি গ্রামে প্রবেশ করে। 

এদিন ইনসাফ যাত্রায় যোগ দেওয়া জনতা ক্ষোভ উগরে দেন শাসক দলের বিরুদ্ধে। তাঁদের ক্ষোভ, একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না। চা শ্রমিকদের মিলছে না ন্যায্য মজুরি, যুবদের হাতে কাজ নেই। স্কুল, কলেজে নৈরাজ্য। শিক্ষা বিভাগটাই  জেলে। 

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার সোনাপুর হয়ে কালা গছে পথসভা হয়। ইনসাফ যাত্রা রাত সোয়া আটটা নাগাদ কালাগছে পৌঁছায়। সেখানে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা সভাপতি শামি খান। তিনি বলেন, চোপড়ার বুকে বালি মাফিয়া, চা বাগানের জমি লুট চলছে। রাজ্যে চোরের সরকার চলছে। রাজ্য মন্ত্রীসভার একদল হেভিওয়েট মন্ত্রী জেলে। সঠিক তদন্ত হলে প্রায় পুরো মন্ত্রীসভা জেলে চলে যাবে। জেলেই ভিতরে মন্ত্রীসভার বৈঠক হবে।

বক্তব্য রাখেন ডিওয়াইএফআই’র রাজ্য কমিটির সদস্য গৌতম বর্মন। রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি উপস্থিত জনতার সাথে কুশল বিনিময় করেন। রাত উপেক্ষা প্রচুর ভিড় হয়। ওই সভায় মীনাক্ষী মুখার্জী বলেন, চোপড়ায় গণতন্ত্র বিপন্ন। চোপড়ার বুকে টুঁটি চেপে গনতন্ত্র হত্যা করেছে তৃণমূল কংগ্রেস। চোপড়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হয়ে আমাদের কর্মী মনসুর আলি শহীদ হন। শহীদ মনসুরের আত্মত্যাগ আমরা বিফলে যেতে দেব না। 

মীনাক্ষী বলেন, রাজ্যে শিক্ষা থেকে শুরু করে রেশন সর্বস্তরের দুর্নীতি। যোগ্য জবাব দিতে আমরা জনতার দরবারে ইনসাফ চাইছি। 

মীনাক্ষী সহ সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ চোপড়ার শহীদ কমরেড মনসুর আলমের  পরিবারের সঙ্গে দেখা করতে দাসপাড়া যান। 

ডিওয়াইএফআই চোপড়া উত্তর লোকাল কমিটির সম্পাদক পার্থ ভৌমিক ও দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক আনসার আলম সম্বর্ধিত করেন পদযাত্রীদের। এছাড়া এসএফআইয়ের পক্ষে অনিকেত দে, আজিজার রহমান, সিআইটিইউ’র পক্ষে কার্তিক শীল, ‘১২ই জুলাই কমিটি’-র সৌমিত্র চক্রবর্তী এবং সারা ভারত কৃষক সভার চোপড়া থানা কমিটির সম্পাদক বিষ্ণুপদ দাস ইনসাফ যাত্রাকে সম্বর্ধনা জানান।

Comments :0

Login to leave a comment