DYFI MINAKSHI MUKHERJEE

চোরের সরকারকে জবাব দেবে যুবদের ‘ইনসাফ যাত্রা’, বললেন মীনাক্ষী

জেলা

DYFI MINAKSHI MUKHERJEE জলপাইগুড়িতে মীনাক্ষী মুখার্জি।।

রাজ্যে চোরের সরকার চলছে. আর এই চুরির ফল ভোগ করছেন গ্রামের গরিব মানুষ। একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না তাঁরাই। চোরের সরকারকে যোগ্য জবাব দিতে ‘ইনসাফ যাত্রা’ করে কর্মসংস্থানের দাবি তুলবে ডিওয়াইএফআই।

মঙ্গলবার জলপাইগুড়িতে এই ঘোষণা করেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত টানা দু'মাস ধরে ‘ইনসাফ যাত্রা’ করে ব্রিগেড সমাবেশে পৌঁছবেন সংগঠনের সদস্যরা। রাজ্য জুড়ে সেই কর্মসূচি সফল করতে সভা করে প্রস্তুতি নিচ্ছে যুবরা। এদিন  কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে তিনি। 

মীনাক্ষী বলেন, ‘‘চোরেদের নিয়ে চোর-পুলিশ খেলছে দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি আর সিবিআই।’’ রাজ্যে  ডেঙ্গি পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন তিনি। 

‘ইনসাফ যাত্রা’ প্রসঙ্গে মীনাক্ষী বলেন, ‘‘রাজ্যজুড়ে সমস্ত ব্লক সমস্ত জেলা সমস্ত বুথে প্রচার চলবে। কর্মসংস্থানের দাবি তুলবে যুবরা।’’

এদিন সভায় ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির নেতা শচীন খাতি, সাগর শর্মা, জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে, সভাপতি নুর আলম সহ অন্যান্য যুব নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment