Salim

পিসির গলার জোরে আওয়াজ কমাবে ইনসাফ সমাবেশ : সেলিম

রাজ্য

বুধবার এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। ইডি সূত্রে খবর কালিঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রায় এক ঘন্টা ধরে তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলেছে। সেই কন্ঠস্বর ফরেন্সি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এত দেরি কেন করল ইডি এবং সিবিআই? এই ঘটনা থেকে স্পষ্ট যে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পর তাকে জোকা ইএসআই তে নিয়ে যেতে বাধ্য হয়েছে ইডি।" সেলিম আরও বলেন যে, "কাকুর কণ্ঠস্বর নিতে যদি এতদিন সময় লাগে তাহলে পিসির কণ্ঠস্বর বন্ধ করতে কতদিন লাগবে? তার কথায়, কালিঘাটের পিসি যার চোরের মায়ের বড় গলা, তার আওয়াজ কমাতেই রবিবারের ইনসাফ সমাবেশ।
এদিন সকালে ব্রিগেড পরিদর্শনে যান সেলিম। সেখানেই তিনি বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে দুর্নীতি তার বিরুদ্ধে, যারা কাজ পায়নি, যেই শ্রমিকরা মজুরি পায় না তাদের অসহায়তা দূর করতেই ডিওয়াইএফআইয়ের এই ইনসাফ সমাবেশ।

Comments :0

Login to leave a comment