ভ্রমণ — মুক্তধারা, বর্ষ ৩
আমতা আমতা করে হামতা...
অভীক চ্যাটার্জী
খাড়া বরফের ওপর দিয়ে আমাদের চলার গতি মন্থর। শুধু মাথা নিচু করে চলা।
একটু একটু করে পা ফেলে যাওয়া। ট্রেক পোল পুতে পুতে আমরা এগিয়ে চলেছি। শরীরে প্রচণ্ড হরমোনাল ডিসবেলেন্স উচ্চতার ফসল।আমার মাথায় ঘুরছে অদ্ভুত চিন্তা। আমি এ সমস্যাকে হাড়ে হাড়ে চিনি। তাকে পাত্তা না দিয়ে কখনো বরফ কখনো পাথরের উপর দিয়ে একসময় পৌঁছলাম একটা ছোট্ট স্নোপ্যাচের উপর। যেখানে নির্বিকার চিত্তে বগলে ট্রেক পোল নিয়ে দাড়িয়ে আছে আমাদের গাইড দেবরাজ। আর কতদূর জিজ্ঞেস করাতে হাত তুলে বলল ,ওই তো! দূরে দেখলাম একটু উচুতে কুয়াশা মেখে দাঁড়িয়ে রয়েছে হ্যাম্পটা টপ।
এবার পাহাড় বেশ শক্ত ভাবে মাপছে আমাদের। পাথরের গায়ে পা ফেলে ফেলে আমরা একটু একটু করে পৌঁছলাম আমাদের স্বপ্নের সফরের সর্বোচ্চ চূড়ায়।
প্রচণ্ড হাওয়ায় আমাদের রক্ত জমে যাওয়ার উপক্রম। তবুও আমরা ফুটছি শৃঙ্গ জয়ের আনন্দে। আমার হাজার বাঁধা বিপত্তি কাটিয়ে সবার না কে পাত্তা না দিয়ে আজ আমি হাম্পতা পাসের মাথায়। কুয়াশা আরও বেশি গ্রাস করে নিচ্ছে আমাদের। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু সেসব পাত্তা না দিয়ে জয়ের আনন্দে গা ভাসালাম আমরা।
চলবে
Comments :0