যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও এক ছাত্রকে গ্রেপ্তার করলো পুলিশ। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌপ্তিক চন্দ্রকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল পরিচালিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনায় মঙ্গলবার সৌপ্তিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ। অনির্বান নাম আরও এক ছাত্রকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদবপুর ৮বি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে। তাঁরা যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ।
যাদবপুরের ঘটনার পরের দিনই সাহিল আলিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাঁকে জামিন দেন। ওই মামলায় গত ১২ মার্চ দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র সৌম্যদীপকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ পুলিশি হেফাজত শেষে তাঁকে আদালতে হাজির করানো হয়। বিচারপতি তাঁর জামিন মঞ্জুর করে। কিন্তু তার পরই তাঁকে আবার গ্রেফতার করতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
Comments :0