JALPAIGURI RAIN

এক রাতের বৃষ্টিতে ভাসল জলপাইগুড়ি, প্রশ্ন পৌর পরিষেবায়

জেলা

JALPAIGURI RAIN এক রাতের বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি গাছ পড়ে বিপত্তি আটকে পরেন নিত্যযাত্রীরা।।

জলমগ্ন গোটা জলপাইগুড়ি শহর। রেহাই পানি শহরের প্রধান সড়ক। পৌরসভার ওপর ক্ষোভ বাড়ছে নাগরিকদের। ব্যাহত স্বাভাবিক জনজীবন।

মাত্র এক রাতের বৃষ্টিতে বুধবার জলমগ্ন গোটা শহর জলপাইগুড়ি। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৮৪ মিলিমিটার। মঙ্গলবার রাতের বৃষ্টির কবলে পড়ে হয়রানির শিকার সাধারণ মানুষ। আর বৃষ্টি অনবরত হওয়ায় জলপাইগুড়ি পৌরসভার প্রায় সব ওয়ার্ডের বেশিরভাগ অলিগলি থেকে শহরের কয়েকটি প্রধান সড়ক জলমগ্ন হয়ে পরে। হঠাৎ শহরের বেশিরভাগ রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় সাধারণ পথচারি থেকে বাইক আরোহী টোটো চালকদের যাত্রী নিয়ে বিপজ্জনক ভাবে চলাচল করতে দেখা যায়। 

বিভিন্ন ওয়ার্ডের পৌর নাগরিকদের বক্তব্য, মাত্র এক ঘন্টার বৃষ্টিতেই যদি  শহর জলমগ্ন হয়ে যায় এরপর আমাদের পরিস্থিতি কি হবে তা বুঝতে পারছি না।

বুধবার সকাল থেকেই চলছে বৃষ্টিযে কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবনবিভিন্ন প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে আসা সাধারণ মানুষের যেমন সমস্যা হচ্ছে পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কমেছে বেচাকেনা।

তবে বর্ষার শুরুতেই শহর জলমগ্ন হওয়ার বিষয়ে শহরবাসীর অনেকের অভিমত বর্ষার আগে প্রতি বছর পরিষ্কার হতো শহরের সমস্ত ড্রেন। এবছর বর্ষা শুরু হলেও হয়নি নিকাশি নালা পরিষ্কার । ফলত এই পরিস্থিতি। তবে পৌরসভার অন্দরমহলে চলছে এই কাজ কি ভাবে হবে কে দায়িত্ব নেবে, তা নিয়ে টানাপোড়েন রয়েছে। ভাইস চেয়ারম্যান ফেরারএক কাউন্সিলর ওই মামলাতে জেলে। শহরের পৌর পরিষেবায় তার প্রভাব পড়ছে বলে মত নাগরিকদের বড় অংশের। 

Comments :0

Login to leave a comment