প্রকাশিত হলো ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘যুবশক্তি’ পত্রিকার শারদ সংখ্যা। রবিবার দীনেশ মজুমদার ভবনে পত্রিকা প্রকাশ করেন অধ্যাপক আব্দুল কাফি।
অধ্যাপক কাফি বলেন যে সঙ্কট দীর্ঘকালীন। তার প্রধান কারণ ক্ষমতাশালী অল্প কয়েকজন বাকি বিপুল অংশের ওপর পীড়ন চালায়। শ্রমজীবী প্রাপ্যের সামান্য পায়। বাকি অংশটাই লুট হয়ে যায়। যেমন পরিযায়ী শ্রমিকরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তাঁদের কেউ কেউ শব হয়ে ফিরছেন। ট্রেনে দেখা যাবে পোকামাকড়ের মতো ভিড় ঠাসা কামরায় তাঁদের যেতে বাধ্য করা হয় কিভাবে। প্রশ্ন হলো এভাবেই তিনি থেকে যাবেন নাকি রুখে দাঁড়াবেন। কেন নিজেদের বসতি এলাকায় কাজ পাবেন না? তাঁদের পরিযায়ী বলা হচ্ছে, আসলে তাঁরা খেদানো মানুষ।
কাফি যুব সংগঠকদের বলেন যে ভোটের চিন্তা নিয়ে নয়। এই বিপন্ন মানুষের পাশে গিয়ে যন্ত্রণার শরিক হওয়া একটি কাজ। সেই সঙ্গে কথা বলা যে কেন যন্ত্রণা, তার কারণ কী।
কার্যত বিনা বিচারে দিল্লির জেলে বন্দি উমর খালিদ প্রসঙ্গেও বলেছেন অধ্যাপক কাফি। তিনি বলেন যে খালিদ বলেছিলেন যে তিনি সংবিধান হাতে দাঙ্গাবাজদের রুখবেন। তাঁকে বলা হচ্ছে ‘বিপজ্জনক’। আর যে প্রকাশ্যে বলেছিল ‘গোলি মারো...’ সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
অধ্যাপক কাফি যুবশক্তি-র এই সংখ্যায় সলিল চৌধুরী থেকে সুকান্ত ভট্টাচার্যের প্রসঙ্গে নিবন্ধের উল্লেখ করেন। তিনি বলেন যে তাঁদের স্মৃতিচারণ তখনই সার্থক হবে যখন বিপুল প্রান্তিক বিপন্ন অংশের একজন হয়ে ওঠার কাজ যুব সংগঠন করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতি অয়নাংশু সরকার, সম্পাদক ধ্রুবজ্যোতি সাহাও বক্তব্য রাখেন। তাঁরা বলেন বহু প্রতিবন্ধকতার মধ্যেও ‘যুবশক্তি’ প্রকাশ হয়ে চলেছে। সংগঠকের কাজ করে এই পত্রিকা । বক্তব্য রাখেন যুবশক্তি-র সম্পাদক সরোজ দাস। ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।
Jubashakti
‘যুবশক্তি’-র শারদ সংখ্যা প্রকাশিত

×
Comments :0