Kabita — ASTAPADA MALIK / NATUNPATA - 4 DECEMBER

কবিতা — আবির রাঙা রোদ / নতুনপাতা

ছোটদের বিভাগ

Kabita  ASTAPADA MALIK  NATUNPATA - 4 DECEMBER

নতুনপাতা

কবিতা

আবির রাঙা রোদ
অষ্টপদ মালিক
 

ওরা সবাই পথ শিশু
খুব অসহায়
হাড় কাঁপা শীতকালে
ওদের বাঁচা দায় !

শীতের পোশাক নেই তো ওদের
নেই জামা চাদর
ওদের জন্য রবি মামা
একটু করে আদর ।

রবি মামা ছাড়া ওদের
আর কে বা আছে ?
একটু আলো একটু তাপে
একটু সুখে বাঁচে ।

ওরা খুশি আমরাও খুশি
আবির রাঙা রোদে
ওরা মানুষ আমরাও মানুষ
তফাৎ জীবন বোধে ।

Comments :0

Login to leave a comment