Left Student Youty Rally

‘শিক্ষা, কাজের অধিকার বুঝে নাও’, স্লোগান কলকাতার ছাত্র-যুব মিছিলে

রাজ্য কলকাতা

সোমবার কলকাতায় মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের।

দুর্নীতিবাজ দূর হটাও, ‘শিক্ষা ও কাজের অধিকার বুঝে নাও‘। এই স্লোগান তুলে সোমবার দাবি দিবসে রাসবিহারী থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করল এসএফআই, ডিওয়াইএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীরা। প্রতি বছরই ১৫ সেপ্টেম্বর ‘দাবি দিবস’-কে সামনে রেখে মিছিল, সভা সহ নানা কর্মসূচি সংগঠিত করেন বামপন্থী ছাত্র-যুব সংগঠনের কর্মীরা। তবে এবারের ‘দাবি দিবস’ অন্য মাত্রা নিয়েছে রাজ্য জুড়েই। রাজ্যে মমতা ব্যানার্জির সরকারের সীমাহীন লুট, চুরি, দুর্নীতি এবং কেন্দ্রের সরকারের বিভাজনের নোংরা রাজনীতি, জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বামপন্থী ছাত্র-যুব কর্মী। 
এদিন সন্ধ্যায় রাসবিহারী এলাকার লেক মলের সামনে থেকে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে  গোলপার্কের দিকে মিছিল করে এগিয়ে যায় অসংখ্য ছাত্র যুব। স্লোগান ওঠে, সবার জন্য কাজ চাই। দুর্নীতি মুক্ত সরকার চাই, সবার জন্য শিক্ষা চাই, কম খরচে পড়তে চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই। 
মিছিলে অংশ নেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে। ছিলেন দিধীতি রায়, বর্ণনা মুখার্জি, শ্রীজীব গোস্বামী, সোহম মুখার্জি সহ বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা দাবি তুলেছেন অবিলম্বে কলকাতা কর্পোরেশনের ৩৭ হাজার শূন্য পদে দ্রুত স্থায়ী নিয়োগেরও। ছাত্র যুবরা সরব হয়েছেন তথ্য প্রযুক্তি ক্ষেত্র সহ অসংগঠিত শ্রমিকদের যথেচ্ছ ছাঁটাইয়ের বিরুদ্ধেও। মিছিল গোলপার্ক এলাকায় পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সভায হয়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন