Leopard Panic

চিতাবাঘের আতঙ্ক শিলিগুড়িতে

জেলা

ফের চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি শহর এলাকায়। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১নং ওয়ার্ডের জংশন ও সংলগ্ন এলাকায় রবিবার রাতে চিতাবাঘ শাবক ঘুরে বেড়াতে দেখেছেন স্থানীয় কয়েকজন। এমন খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। রাতে স্থানীয়দের অনেকে টর্চ ও লাঠি নিয়ে বেরিয়ে পড়েন চিতাবাঘের সন্ধানে। খবর দেওয়া হয় বনদপ্তরে। জানা গেছে, কিছু ছেলেরা খেলা করছিলো ওল্ড মাটিগাড়া এলাকায়। সেখানেই রাস্তার ধারে দুটি চিতা শাবককে দেখতে পায় তারা। মানুষের চিৎকারে এলাকার রেললাইন সংলগ্ন ঝোঁপের আড়ালে লুকিয়ে পড়ে চিতা শাবক দুটি। এরপরেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে অনেক রাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সারুগাড়া বনদপ্তরের বর্নকর্মীরা জংশন এলাকায় চিতাবাঘের সন্ধানে তল্লাশি শুরু করে। যদিও রাতে এলাকায় চিতাবাঘের কোন অস্তিত্বই ধরা পড়েনি। চিতাবাঘের আতঙ্ক দূর করতে প্রয়োজনে এলাকায় খাঁচা বসানো হবে বলে জানিয়েছিলেন বনকর্মীরা। সোমবারও ফের গোটা এলাকা জুড়ে চিতাবাঘের সন্ধানে তল্লাশি চালিয়েছে বনকর্মীরা। ঝোঁপঝাড়ে চিতাবাঘ লুকিয়ে রয়েছে কিনা জানতে ও দেখতে ড্রোন দিয়ে তল্লাশি চালানো হয় গোটা এলাকায়। পটকা ফাটানো হয়। তবুও চিতাবাঘের কোন অস্তিত্ব ধরা পড়েনি। মেলেনি চিতাবাঘের পায়ের কোন ছাপ। চিতাবাঘ ধরতে স্থানীয় বাসিন্দারা এলাকায় খাঁচা পাতার দাবি জানিয়েছে বনদপ্তরের কাছে। চিতাবাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছেন শিলিগুড়ি জংশন ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment