Mathabhanga

বন্য শূকরের হানায় মাথাভাঙ্গায় মৃত এক

জেলা

আবারও বন্য শূকরের হানায় মৃত্যু হল মাথাভাঙ্গা ২নং ব্লকের ঘোকসাডাঙ্গা ভেলাকোপা এলাকার বাসিন্দা কাশীকান্ত বর্মনের। মঙ্গলবার সন্ধ্যায় নদীর ধার থেকে নিজের গৃহপালিত গরু বাড়িতে নিয়ে আসতে যান কাশীকান্ত বর্মন(৬৯)। এই সময় তার ওপর ঝাঁপিয়ে পড়ে বন্য শূকর এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। জানা গেছে মৃত ব্যক্তি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন বর্মনের বাবা।
  সম্প্রতি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নদীর জলে ভেসে বিভিন্ন বন্য জন্তুরা চলে এসেছে লোকালয়ে। তারই ফলশ্রুতি হিসেবে এই বন্যপ্রাণীদের আক্রমণে ঘটে যাচ্ছে এই অনভিপ্রেত মৃত্যুর ঘটনা।
রবিবার টানা বৃষ্টি এবং ভুটানের জলে মানসাই, ডুডুয়া,জলঢাকা, তোর্সা নদী প্লাবিত হয়ে যায় প্রবল জলের তোরে বন্য জন্তুরা পর্যন্ত ভেসে আসে জঙ্গল থেকে। সেই মত মাথাভাঙ্গা ২নং ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তোর্সা নদী তীরবর্তী বড় শিমুলগুড়ি তেঁতুলের ছড়া গ্রামের কৃষক ধীরেন বর্মন বন্য শুকরের হানায় প্রাণ হারান। এরপরও আবারও বন্য শূকরের হানায় মৃত্যু ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ঘোকসাডাঙ্গা এলাকায়।

Comments :0

Login to leave a comment