Dhyan chand Khel Ratna Award

খেল রত্ন পুরস্কার মানু , গুকেশদের

খেলা

Manu vaker  gukesh will honoured with dhyan chand khel ratna award ছবি প্রতীকি

 

বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার দেওয়া হবে। হারমানপ্রীত ,  মানু ভাকের , গুকেশ ও প্রবীণ কুমারদের এই পুরস্কারে সম্মানিত করা হবে।

২০২৪ এর প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে একই বিভাগে জোড়া পদক জেতার অন্যন্য নজির গড়েছিলেন মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মানু। এই অলিম্পিকেই ভারতীয় হকি দলকে ব্রোঞ্জ জেতানোয় অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন হারমানপ্রীত। কিছুদিন আগেই বিশ্ব দাবা অলিম্পিয়াডে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিজয়ী হয়েছিলেন গুকেশ ডোম্মারাজু। এছাড়াও প্যারিসের প্যারালিম্পিকে ( প্রতিবন্ধিদের অলিম্পিক ) টি ৬৪ বিভাগে বিজয়ী হয়েছিলেন প্রবীণ কুমার। আগামী শুক্রবার ৩ জানুয়ারি রাষ্ট্র ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ক্রীড়াব্যক্তিত্বদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। এই চারজন ছাড়াও আরো ৩২ জন এথেলিট ও ১৭ জন প্যারাথেলিটদের অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হবে। অর্জুন পুরস্কারের আজীবন সম্মাননায় সম্মানিত হবেন শ্রী সূচা সিং ( এথেলিট ) ও শ্রী মুরলীকান্ত রাজারাম পেটকার ( প্যারা সুইমিং )।

হকিতে সন্দীপ সাংওয়ান ও ফুটবলে আর্মান্দো কোলাসোকে প্রদান করা হবে দ্রোণাচার্য পুরস্কার। প্যারা শুটিংয়ে সুভাষ রানা , শুটিংয়ে দীপালি দেশপান্ডে ও ব্যাডমিন্টনে শ্রী মুরলীধরণও প্রদিত হবেন একই পুরস্কারে।  

 

 

Comments :0

Login to leave a comment