Calcutta football League

পরিত্যক্ত ডায়মন্ড হারবার বনাম ইস্টবেঙ্গল ম্যাচ

খেলা

ছবি প্রতিকী

 


বৃহস্পতিবার ছিল কলকাতা লীগের নির্ণায়ক ম্যাচ। কিশোরভারতী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসির। কিন্তু নির্ধারিত সময়ে ম্যাচে অনুপস্থিত থাকল ডায়মন্ড হারবার এফসি। তবে ম্যাচটিকে এখনই ওয়াক ওভারে আখ্যায়িত করা হলনা। আপাতত ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ( ifa) তরফ থেকে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নিয়মমাফিক সঠিক সময়ে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা মাঠে নেমে লাইনআপে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ প্রতিপক্ষের জন্য অপেক্ষা করার পরেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট ডায়মন্ড হারবারের। ভবানীপুরের সাথে ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলেও তারা ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। তাই এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল ৩ পয়েন্ট পেলেই তাদের পয়েন্ট হবে ৪৭ । সেক্ষেত্রে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে লাল হলুদ। এই নির্ণায়ক ম্যাচটি নিয়ে বেশ অনেকদিক আগে থেকেই টালবাহানা চলছে ডায়মন্ড হারবারের। ১৪ তারিখ RFDL এ মোহনবাগানের বিপক্ষে খেলা থাকায় তার আগের দিন তারা এই ম্যাচ খেলবেনা বলেই জানিয়েছিল। তবে সেই সূচি পরিবর্তন করা হয়েছে । তারপরও এই ম্যাচ খেলতে এলোনা ডায়মন্ড হারবার। দলের প্রধান কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বুধবার সন্ধ্যার পর ifa থেকে জানানো হয়েছিল যে ১৪ তারিখ ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা । তাই ম্যাচ খেলবেনা তারা। এবার ifa তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। তবে ইস্টবেঙ্গলের হাতেই উঠতে চলেছে লীগ জয়ের শিরোপা।

Comments :0

Login to leave a comment