যোধপুর পার্কের কোরিয়ান ক্যাফেতে জোরালো বিস্ফোরণের কারণ নিয়ে সংশয় কাটলো না।
বুধবার বেলা ১১ টার কিছু পরেই এই ক্যাফেতে জোরালো বিস্ফোরণ হয়। সে সময়ে কোন ক্রেতা ছিলেন না। তবে গুরুতর আহত হয়েছেন এক কর্মী। তাঁকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ মনে করা হয়েছিল। কিন্তু ক্যাফের ভেতর থেকে গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থাতেই পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে গ্যাস লিকের থেকে বিস্ফোরণ কিনা তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ।
বিস্ফোরণের তীব্রতায় ক্যাফেটির বিভিন্ন অংশ উড়ে গিয়েছে। তীব্র আওয়াজ এ আশেপাশের অঞ্চল কেঁপে ওঠে।
Cafe blast
বিস্ফোরণ কেন, তদন্ত যোধপুর পার্কের ক্যাফেতে
×
Comments :0