Md Salim

তথ্য লোপাট, আড়িপাতার পুরস্কার, রাজীব প্রসঙ্গে সেলিম

রাজ্য

চিটফান্ডের তথ্য লোপাট আর আড়িপাতার কাজ করে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হয়ে রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি পদ পেয়েছেন বলে মন্তব্য করেছেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, চিটফান্ড কেলেঙ্কারির তথ্য লোপাটের জন্য রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে ‌আইএএস পদে নিয়ে গিয়ে আইটি দপ্তরের সচিব পদে বসিয়েছিলেন বিরোধীদের ওপরে নজরদারি করতে। পেগাসাসের ধরনের সফটওয়্যার ব্যবহার করে আড়িপাতার কাজ করেছেন প্রতিবাদী এবং বিরোধীদের ওপরে। এমন আস্থাভাজন ব্যক্তিকে রাজ্য পুলিশের মাথায় বসানো হলো। আমরা এটা নির্বাচন কমিশনের নজরে আনবো। 
এদিনই সাংবাদিকরা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা সম্পর্কে প্রশ্ন করলে সেলিম বলেছেন, আমরা স্বাগত জানাই। এরাজ্যের যুবরা সদ্য ইনসাফ যাত্রা করে ব্রিগেডে সমাবেশ ডেকেছেন। ইনসাফ মানেই তো ন্যায়। সেই ন্যায় চেয়ে আরও কেউ পথে নামলে আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো।

Comments :0

Login to leave a comment