ABTA BAHRAMPUR

স্কুল-মাদ্রাসা বাঁচানোর দাবিতে বহরমপুরে ডেপুটেশন শিক্ষাকর্মীদের

জেলা

বহরমপুরে ডিআই অফিসের সামনে এবিটিএ’র ডাকে শিক্ষাকর্মীদের জমায়েত।

মুর্শিদাবাদ জেলা এবিটিএ’র ডাকে জেলা শিক্ষা পরিদর্শককে ডেপুটেশন দিলেন শিক্ষাকর্মীরা। বহরমপুরে ডিআই অফিসের সামনে সোমবার সমাবেশও হয়।
সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কাজের চাপ প্রবল। তা সত্ত্বেও সারা জেলার ৭৫ জনের বেশি শিক্ষাকর্মীরা জেলা ডিআই দপ্তরে হাজির হন। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে স্কুল ও মাদ্রাসাগুলি বাঁচানোর দাবি জানান তাঁরা। পেশাগত দাবিতেও সরব হন। 
শিক্ষাকর্মীদের এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল আহমেদ। সভায় জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি মুর্শিদাবাদ জেলায় এবিটিএ’র নেতৃত্বে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে স্কুল মাদ্রাসা বাঁচানোর লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন কিভাবে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে স্বীকৃত মর্যাদা হারিয়েছেন শিক্ষাকর্মীরা। 
ডিআই’কে দেওয়া দাবিসনদ পাঠ করেন জেলা শিক্ষাকর্মী উপসমিতির আহ্বায়ক প্রভাত রজক। মুর্শিদা খাতুন বলেন যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের লড়াই একই নীতির বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment