Panchayat violence

স্ট্রং রুম লুঠ করতে নামলেন মন্ত্রী

রাজ্য পঞ্চায়েত ২০২৩

তৃনমূল হারছে। তাই এবার মাঠে নামলেন খোদ মন্ত্রী। স্ট্রং রুমের ভিতর তাণ্ডব করলো তাঁর দল।
কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ী হাইস্কুলে যেখানে সব ব্যালট বক্স রাখা আছে সেখানে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের  নেতৃত্বে একদল তৃণমূলের গুন্ডাবাহিনী ঢুকে সব ভাঙচুর করে। বাইরে প্রচুর মানুষ ঘটনা স্থলে উপস্থিত হলেও পুলিশ তাদের বাধা দিচ্ছে ভিতরে যাওয়া থেকে। জেলা পরিষদের সিপিআই(এম) প্রার্থী নৈমুদ্দিন  শেখ ঘটনাস্থল উপস্থিত রয়েছেন।

অন্যদিকে সাইনী ইন্টারন্যাশানালে জমায়েত হটানোর জন্য পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। সাংবাদিকদের গাড়ি ভাংচুর করলো পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন