MODI GUJARAT

ভোট দিতে গিয়েও রোড-শো মোদীর! কমিশনে ক্ষুব্ধ কংগ্রেস

জাতীয়

Modi Held Road Show While Voting

ভোটগ্রহণের সময়েও প্রচার চালালেন প্রধানমন্ত্রী। আমেদাবাদের একটি স্কুলে ভোট সোমবার ভোট দিতে যান তিনি। প্রায় আড়াই ঘন্টা চলে তাঁর ভোটদান পর্ব, এই মর্মে অভিযোগ তুলে নির্বাচনে কমিশনের নিষ্ক্রিয়তায় আঙুল তুলেছে কংগ্রেস। সোমবার দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোটগ্রহণ চলছে গুজরাটে। 

কংগ্রেস মুখপাত্র পবন খেরা সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ‘‘বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন চাপে রয়েছে। একের পর এক অভিযোগ জানানো হচ্ছে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’’ খেরা বলেন, ‘‘ভোটগ্রহণ চলার সময় প্রধানমন্ত্রী আড়াই ঘন্টা রোড-শো করলেন। জনতার দিকে হাত নাড়লেন। যে সময়ে অন্য কারও প্রচারের অনুমতি নেই। সেই দৃশ্য বারবার দেখানো হলো টেলিভিশনে!’’ 

কমিশনের বিরুদ্ধে খেরার অভিযোগ, দান্তা এলাকার একজন আদিবাসী বিধায়ককে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি নির্বাচন কমিশনের সুরক্ষা চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া হলো না। শেষ পর্যন্ত ভোটের ঠিক আগের রাতে তিনি আক্রান্ত হলেন।’’  এদিন আমেদাবাদের রনিপে নিশান পাবলিক স্কুলে ভোট দিতে যান মোদী। {

গুজরাটে জয় নিশ্চিত বলে দাবি করছে বিজেপি। ‘নিশ্চিত রাজ্যে’ প্রধানমন্ত্রীর তৎপরতা এত বেশি কেন তা নিয়েও চলছে আলোচনা। দ্বিতীয় দফার ভোটের আগে দু’টি রোড-শো করেছেন মোদী, প্রতিটিতে তাঁর কনভয় পঞ্চাশ কিলোমিটারের বেশি পথ পেরিয়েছে। পঁচিশটির বেশি নির্বাচনী সভাও করেছেন। 

Comments :0

Login to leave a comment