Election Commission Bill

নির্বাচন কমিশনার নিয়োগের বিতর্কিত বিলও পাশ ফাঁকা লোকসভায়

জাতীয়

মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের পছন্দের কমিটি গড়ার বিল পাশ করলো কেন্দ্র। সুপ্রিম কোর্টের রায় বদলাতে সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল এনেছে বিজেপি সরকার। বিলের প্রস্তাব অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বাছাইয়ের কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার গরিষ্ঠ বিরোধী দলের নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যকে নিয়ে কমিটি বাছাই করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি কে এন জোশেফের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ ছিল বাছাইয়ের কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখা দরকার। তবে জোসেফ বলেছিরলেন সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তীব্র হওয়া নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। 

Comments :0

Login to leave a comment