RSS

কলকাতায় আসছেন মোহন ভাগবত

রাজ্য

আগামী ২৯ ডিসেম্বর রাজ্যে আসছেন আরএসএস-র প্রধান মোহন ভাগবত। ৩০ এবং ৩১ ডিসেম্বর রাজ্যের কয়েক জন খ্যাতনামা ব্যক্তির সঙ্গে তিনি দেখা করবেন। সঙ্ঘের সূত্র জানাচ্ছে, মমতা ব্যানার্জির সরকারের প্রাক্তন এক মন্ত্রী তথা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক আছেন এই তালিকায়। আগামী ৩১ডিসেম্বর নাগপুরের উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দেবেন সঙ্ঘের  সরসঙ্ঘচালক। 
তবে দুদিনে সঙ্ঘের সদরদপ্তর কেশব ভবনে রাজ্যের আরএসএস নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। রামমন্দির উদ্বোধন ঘিরে প্রচার থাকবে আলোচনার অন্যতম প্রধান বিষয়।
এর আগে সঙ্ঘ প্রধান নির্বাচনের আগে এই ভাবে আসেননি সব দিক খতিয়ে দেখার জন্য।
কয়েক মাস পর লোকসভা নির্বাচন অমিত শাহ রাজ্য নেতৃত্বকে ৩৫ আসন জয়ের লক্ষমাত্রা বেঁধে দিয়েছে। কিন্তু সংগঠনের হাল যে খারাপ তা জানে দলের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক উস্কানিকে হাতিয়ার করতে চাইছে আরএসএস এবং বিজেপি। তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রতিদিন আদালতে প্রশ্নের মুখে পড়ছে। তাই এই মুহুর্তে সাম্প্রদায়িক উস্কানি যে তাদের হাতিয়ার তা অনেকেই মনে করছেন।

Comments :0

Login to leave a comment