ডার্বি জিতে এটিকে মোহনবাগান যেন আত্মবিশ্বাসের চূড়ার বিচরণ করছে। দলটার মনোবল অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। কিন্তু ডার্বির পরের ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ হয়। বড় ম্যাচ জেতার পরের ম্যাচেই আটকে গিয়েছে দল। অতীতে এরকম বহুবার হয়েছে। জলজ্যান্ত উদাহরণ সামনে রয়েছে। খুব বেশি পিছিয়ে যেতে হবে না, গত বছর আইএসএলে বড় ম্যাচে এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গল তিন গোলে হারানোর পরের ম্যাচেই পাঁচ গোল খেয়েছিল। কাঁদের বিরুদ্ধে? মুম্বাই সিটি এফসি। যাদের বিরুদ্ধে রবিবার এটিকে মোহনবাগানের খেলা। তাই, সতর্ক হয়েই মাঠে নামতে হবে এটিকে মোহনবাগানকে। তবে কোচ জুয়ান ফেরান্ডো যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘আমার মতে, দল যদি সংঘবদ্ধ হয়ে খেলতে পারে, আমরা জিতেই মাঠ ছাড়তে পারব।’ এও বলেছেন, ‘আইএসএলে সেরা স্কোয়াড আমাদেরই।’
এ ম্যাচেই সবচেয়ে বড় পরীক্ষা এটিকে মোহনবাগানের কাছে। এবারই অ্যাওয়ে ম্যাচে কেরালাকে হারিয়েছিল সবুজ মেরুন শিবির। সেই ম্যাচই দিমিত্র পেত্রাটোস, হুগো বুমোদের কাছে প্রেরণা। কেরালার পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান তাঁরা। বিপিন সিং, মোতার্ডা ফলদের বিরুদ্ধে কতটা সহজ হবে, সেটা সময়ই বলবে। মুম্বাইয়ের আইএসএলের শুরুটা আশানুরূপ হয়নি। তাঁরা যে মানের দল তার উপর ভিত্তি করেই বলা যায়। না হারলেও দু’ম্যাচে তাঁরা আটকে গিয়েছে। দু’টি ম্যাচে জিতেছে। মোহনবাগানের বিরুদ্ধে বাকিংহাম শক্তিশালী নামাবেন বলেই খবর। দলে শক্তিশালী বিদেশি ফুটবলাররা। গ্রেগ স্টুয়ার্টের মতো সৃজনশীল খেলোয়াড় রয়েছে। ছাংতের দ্রুতগতির ফুটবলার। গোলটা ভালো চেনেন। যাকে আটকে হিমশিম খেতে হয়, যে কোনও ডিফেন্সকেই। মেহতাব সিং একক দক্ষতায় রক্ষণ সামলাছেন প্রায় একক দক্ষতায়। তিন ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন। মেহতাব, ফল সমৃদ্ধ ডিফেন্সকে টপকে গোল করার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতেই পারে। তেমনই, হ্যামিল, প্রীতম কাছে ছাংতে ও গ্রেগ স্টুয়ার্টদের আটকানো।
(এটিকে মোহনবাগান : মুম্বাই)
ম্যাচ শুরু ৭.৩০)
ATK Mohun Bagan
মুম্বাইকে হারাবো, হুঙ্কার ফেরান্ডোর
×
Comments :0