শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আওয়ে ম্যাচ খেলার আগে বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে এসেছিলেন মোহনবাগান কোচ মলিনা। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লীগ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে মোহনবাগান। আর কত পয়েন্ট পেলে সেই ম্যাজিক নম্বরে পৌঁছানো যাবে? এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ' আমি এখন আপাতত শুধু পরশুর ম্যাচ নিয়েই ভাবছি। তাই আমি এখনই চ্যাম্পিয়ন হওয়ার কোনো ম্যাজিক নম্বর নিয়ে ভাবছিনা। ম্যাচটি জিতলে আমরা শিল্ড জয়ের আরো কাছে চলে আসব '। পরের কঠিন হার্ডল টপকাতে পারলে আসবে ৩ পয়েন্ট । তবে ৪৯ পয়েন্টও স্বস্তির কোনো জায়গা নেই মলিনার। তিনি বললেন ' আমার খেলোয়াড়রা তৈরি । আমি খুব আত্মবিশ্বাসী। আরো বেশি গোল করতে চাই। এই মুহূর্তে এটিই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। ৪৯ পয়েন্টই যথেষ্ট নয় চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। তাই আমাদের প্রতিটা ম্যাচেই লড়াই করতে হবে '। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া প্রায় ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও মলিনা বললেন ' এই সময়টা বিশ্রাম নেওয়ার নয়। আরো মনোসংযোগী হয়ে বাকি ম্যাচগুলো জিততে চাই '। পরবর্তী ম্যাচে মোহনবাগান পাবেনা থাপা, আশীষ ও সাহালের সার্ভিস। একথা নিশ্চিত করেন মলিনা। বিপক্ষ দলের ভয়ংকর স্ট্রাইকার নোয়া না থাকলেও সেটা নিয়ে ভাবতে নারাজ মলিনা। বরং তারাও মরিয়া থাকবে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে একথায় জানিয়ে গেলেন তিনি। শনিবারের ম্যাচ জিতলে ৪৯ পয়েন্ট নিয়ে শিল্ড জয়ের আরো কাছে চলে আসবে মোহনবাগান।
Comments :0