General election 2024

অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল

জাতীয়

সাত দফায় ভোট হবে। শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে শেষ ১ জুন। ফল ঘোষনা হবে ৪ জুন।

শনিবার নির্বাচন কমিশন ভোটের সময়সূচি ঘোষণা করেছে। দেশজুড়ে শুরু হয়ে গেছে নির্বাচনী তৎপরতা। 

পশ্চিমবঙ্গের ৪২ আসনে ৭ দফা জুড়েই ভোট নেওয়া হবে।   লোকসভার সঙ্গেই হবে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভগবানগোলা এবং বরানগরের

এদিন সময়সূচি ঘোষণা করার সময়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, দেশজুড়ে ২৬টি বিধানসভার আসন শূন্য রয়েছে। সেই উপনির্বাচনও হবে লোকসভার সঙ্গেই। 

২০১৯-র লোকসভা নির্বাচন হয়েছিল ৭ দফায়। প্রথম দফা ১৯ এপ্রিল দ্বিতীয় দফা ২৬ এপ্রিল। তৃতীয় দফা ৭ মে। চতুর্থ দফা ১৩ মে। পঞ্চম দফা ২০মে। ষষ্ঠ দফা ২৫মে। সপ্তম ও শেষ দফা ১ জুন।

 

 

Comments :0

Login to leave a comment