Delhi

দিল্লি সরকারের অধিকারিকদের অফিসে তালা, গভর্নরকে আক্রমণ মণীশ সিসোদিয়ার

জাতীয়

সরকারি অফিসকে ‘রাজনৈতিক কাজে ব্যবহার’ করার অভিযোগে দিল্লি সরকারের থিঙ্ক ট্যাঙ্কের ভাইস-চেয়ারপার্সন জেসমিন শাহকে কাজে ‘বাধাদান’ দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নরের আদেশের ভিত্তিতে।  এই ঘটনা ফের একবার এল-জি  ভি কে সাক্সেনা (L-G VK Saxena) এবং আম আদমি পার্টি সরকারের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।
দিল্লির ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের (Dialogue and Development Commission of Delhi) ভাইস-চেয়ারপার্সন শাহকেও কোনো রকমের অফিশিয়াল সুযোগ সুবিধা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।   আদেশের পরে সরকার কর্তৃক প্রদত্ত সরকারী যানবাহন এবং কর্মচারী সহ তিনি যে সুবিধা ভোগ করেছিলেন তা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি তাঁর অফিসটি তালা দিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া লেফটেন্যান্ট গভর্নরকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন একই ব্যবস্থা আইটিডিসি চেয়ারম্যান সম্বিত পাত্র’র বিরুদ্ধেও কেন নেওয়া হবে না? তিনিও বিজেপির মুখপাত্র।

 

 

Comments :0

Login to leave a comment