Ola Uber

ওলা উবর চালকদের তুমুল বিক্ষোভ রাসবিহারী চত্বরে

কলকাতা

জ্বালানীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ক্যাব কম্পানিগুলির তীব্র শোষণ, এর প্রতিবাদে ওলা উবর অ্যাপ ক্যাব চালকরা সোমবার রাশবিহারীতে ক্যাব কম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখায়। কোম্পানিগুলির তীব্র শোষণ, তারপর আইডি বন্ধ, আর জ্বালানি তেলের অস্বাভাবিক দাম। সব মিলিয়ে চালকদের অবস্থা খুব খারাপ। তাই আজ প্রতিবাদ একটু অন্যরকভাবে সংঘটিত করা হয়। চালকদের যা আয় তাতে নুন ভাত ছাড়া অন্য কিছু জুটছে না।  তাদের জীবন যন্ত্রণার ছবি তুলে ধরার জন্য এদিন ক্যাব অফিসের সামনে নুন ভাত খেয়ে প্রতিবাদ সংঘটিত করেন কয়েকশো ওলা উবের চালক। 

সিআইটিইউ অনুমোদিত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব ওপারেটরস অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের উদ্যোগে আজকে এই প্রতিবাদ কর্মসুচীতে রাশবিহারী মোড় থেকে কেওড়াতলা শ্মশান কার্যত অবরুদ্ধ হয়ে যায়।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন