One Arrested

নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার ব্যবসায়ী

জেলা

One Arrested

উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার পুলিশ বৈরামপুর গ্রাম পঞ্চায়েতর সনেকপুর চোঙ্গরদা বিল এলাকা থেকে গত  ৯ মে ৩০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ পরিতোষ দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিয়। ব্যবসায়িককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো ৫ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা । ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।


এই বিষয়ে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস শনিবার সাংবাদিকদের জানান, গোপালনগর থানার ওসির নেতৃত্বে এই বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হওয়া কাপ সিরাপ ব্যবসায়ী আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment