G 20

জি-২০-তে সাক্ষাৎ মোদী ও ঋষি সুনকের

জাতীয় আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে নব নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে দু’জনের মধ্যে বাণিজ্যিক ইস্যু নিয়েই কথা হয় বলে জানা যাচ্ছে। সাক্ষাতের পরে টুইটারে মোদী লেখেন, ‘‘ব্রিটেনের সাথে ভারতের একটি বলিষ্ঠ সম্পর্ক আছে।’’ 

 

‘‘দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের ভিত আরও মজবুত করার বিষয়ে আমরা আলোচনা করি,’’ টুইট করেন তিনি।

এর আগে বুধবার, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস জানায়, ভারতের সাথে সম্পূর্ণ এক নতুন ধরনের বাণিজ্যিক চুক্তি করতে চলেছে তারা। এতে যদি ভারত সম্মতি দেয় তাহলে প্রথমবার কোনো ইউরোপীয় দেশের সাথে এই ধরনের কোনো চুক্তি করবে তারা। 

এর পাশাপাশি, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথেও ‘‘কার্যকরী’’ আলোচনা করেন প্রধানমন্ত্রী। সেখানে দ্বিপাক্ষিক অর্থনৈতিক আলোচনা প্রক্রিয়া এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয় তাঁরা কথা বলেন বলে জানা যাচ্ছে। 

Comments :0

Login to leave a comment