ক্তধারা
কবিতা
হলুদ পাখি
-------------------------
অর্ণব সাহা
-------------------------
২১ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বাজে। বাইরে হালকা ঠান্ডা, জানলার
ফাঁক দিয়ে শিরশির করে হওয়া আসছে। চোখে ঘুম আসছে না আজ।
হঠাৎ গান শোনার ইচ্ছা হল। অনেকদিনের পুরোনো গান, হ্যাঁ নচিদার
পৌলমী। সত্যিই প্রায় দেড় দশক আগে নচিদার গাওয়া গানটা আজ
বাস্তবের পটভূমির এক উজ্জ্বল ধ্রুবতারা। গায়ে একটা চাদর দিয়ে
ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে চেয়ে হঠাৎ মনে পড়ে গেল
কিছু কথা -
রাশি রাশি পোস্টকার্ড আজও রাখা আছে,
ঠিকানার অভাবে তারা আজ জীর্ণতার গ্রাসে।
ডাকঘরের ডাকবাক্সটা আজ মরচেতে জীর্ন,
গোলাপগুলো শুকিয়ে আজ একেবারে শীর্ণ।
সোশ্যাল মিডিয়ার গ্রাসে আজ উঠছে নাভিশ্বাস,
চাকরির হতাশায় ঘন ঘন পড়ছে দীর্ঘশ্বাস।
মধ্যবিত্তের চোখটি কোনোদিন দেখেছো ভালো করে,
দেখবে আমার শহরের কত ভালোবাসা তাতে পুড়ে মরে।.
বেলা বোসের 2441139 আজ চির নিদ্রায় শায়িত,
ক্যাকটাসের হলুদ পাখিটা আজ বেঁচে থেকেও মৃত।
Comments :0