উৎসবে অনুভবে
মুক্তধারা
কবিতা
দামি মুক্তো
-------------------------
সঞ্চয়িতা গরাই
-------------------------
৮ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
আমি সেই প্রত্যাখ্যাত ঝিনুক, যে সাগরকে ভালোবেসে তার বুকে বাসা বাঁধতে চেয়েছিল।
সাগর আমাকে না-বুঝে ছুঁড়ে ফেলে দিল বালুকার কাছে,
হৃদয়ের দহন জ্বালা সইতে সইতে আমি ক্লান্ত ---
ঠিক সেই সময়ে আমাকে গ্ৰহণ করল "আনাড়ি আপন"
তারা বুঝে নিল আমার শক্ত খোলার মধ্যে লুকিয়ে আছে দামি মুক্তো।
তাই তো আমি এখন তাদের অলংকার হয়ে শোভা বর্ধন করছি,
কেউ ছুঁড়ে ফেলে দিলেও কারও কাছে আমি মুল্যবান হয়ে আছি।
Comments :0