POETRY / SANCHYITA GARAI / DAMI MUKTO / MUKTADHARA / 10 OCTOBER 2025 / 3rd YEAR

কবিতা / সঞ্চয়িতা গরাই / বন্ধুত্ব / মুক্তধারা / ১০ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  SANCHYITA GARAI  DAMI MUKTO  MUKTADHARA  10 OCTOBER 2025  3rd YEAR

উৎসবে অনুভবে 

মুক্তধারা

কবিতা

দামি মুক্তো 

-------------------------
সঞ্চয়িতা গরাই
-------------------------

৮ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

আমি সেই প্রত্যাখ্যাত ঝিনুক, যে সাগরকে ভালোবেসে তার বুকে বাসা বাঁধতে চেয়েছিল।
সাগর আমাকে না-বুঝে ছুঁড়ে ফেলে দিল বালুকার কাছে,
হৃদয়ের দহন জ্বালা সইতে সইতে আমি ক্লান্ত ---
ঠিক সেই সময়ে আমাকে গ্ৰহণ করল "আনাড়ি আপন"
তারা বুঝে নিল আমার শক্ত খোলার মধ্যে লুকিয়ে আছে দামি মুক্তো।
তাই তো আমি এখন তাদের অলংকার হয়ে শোভা বর্ধন করছি,
কেউ ছুঁড়ে ফেলে দিলেও কারও কাছে আমি মুল্যবান হয়ে আছি।

Comments :0

Login to leave a comment