PAKISTAN BLAST

পাকিস্তানে সভাস্থলে বিস্ফোরণে নিহত ৪৪

আন্তর্জাতিক

চলছিল সভা। জমিয়যত উলেমা এ ইসলাম~এফ দলের। পাকিস্তানের খারে এই সভাতেই আচমকা বিস্ফোরণ হলো সভার মাঝে। নিহত অন্তত ৪৪ জন। 

উত্তর পশ্চিম পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছের শহর খার। এই দল, জেইআই-এফ, পাকিস্তান সরকারে শরিক। খারে এই দলের সভাতেই হয়েছে বিস্ফোরণ।

দলের নেতা মওলানা ফজলুর রহমান তদন্তের দাবি জানিয়েছেন প্রধান মন্ত্রী শাহবাজ শরিফের কাছে। 

খাইবার পাখতুন খোওয়া প্রদেশের স্বাস্থ্যমমন্ত্রী রিয়াজ আনোয়ার জানিয়েছেন আহতের সখ্যা অন্তত ১০০। তিনিই জানান যে আত্মঘাতী হামলা বলে মেনে করা হচ্ছে প্রাথমিকভাবে।

পাকিস্তানে শরিফ সরকার ভোটে যেতে চলেছে। তার আগে এই বিস্ফোরণ অস্থিরতা বাড়াবে বলে অনুমান। 
 

Comments :0

Login to leave a comment