ISI agent arrested from Meerut

উত্তরপ্রদেশে গ্রেপ্তার আইএসআই গুপ্তচর

জাতীয়

মস্কোর ভারতীয় দূতাবাসে কর্মরত এক পাকিস্তানি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এজেন্টকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিজম স্কোয়াড (ইউপি এটিএস)। সত্যেন্দ্র সিওয়াল ২০২১ সাল থেকে দূতাবাসে পোস্টেড রয়েছেন। হাপুরের বাসিন্দা ওই ব্যক্তি বিদেশ মন্ত্রকের এমটিএস (মাল্টি-টাস্কিং, স্টাফ) হিসেবে কাজ করতেন।
সরকারি বিবৃতি অনুযায়ী, মস্কোর ভারতীয় দূতাবাসে তৎপরতা চালাচ্ছে এক গুপ্তচরের খবর পেয়েছে অ্যান্টি টেররিজম স্কোয়াড।এই তথ্যের ভিত্তিতে উত্তরপ্রদেশ এটিএস সিওয়ালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে অসন্তোষজনক উত্তর দেন। পরে অবশ্য গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করে মিরাটে গ্রেপ্তার করা হয়।
জেরায় সত্যেন্দ্র সিওয়াল জানিয়েছে, ভারতীয় সেনা ও তার দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে তথ্য বের করার জন্য সে ভারতীয় সরকারি কর্মকর্তাদের টাকার প্রলোভন দেখাত। তার বিরুদ্ধে ভারতীয় দূতাবাস, প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য আইএসআই হ্যান্ডলারদের কাছে পাচার করার অভিযোগও রয়েছে।

Comments :0

Login to leave a comment