Pentagon Error

ইউক্রেনকে অস্ত্র বরাদ্দে হিসেবের ‘ভুল’ পেন্টাগনের

আন্তর্জাতিক

মজুত থেকে অস্ত্র পাঠানো হয়েছে ইউক্রেনে। কিন্তু ভুল করে কেনার খরচ ধরা হয়েছে। ‘পেন্টাগনের এই ‘ভুল হিসেব’ শুধরে নেওয়া হয়েছে। ‘ভুলের’ অঙ্ক ৬২০ কোটি ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক খাতে এই টাকা বেঁচে গিয়েছে। ফের তা পাঠানো হবে ইউক্রেনেই। 

আমেরিকার সমর দপ্তর পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং জানিয়েছেন ২০২২ এবং চলতি ২০২৩, ‘ভুল’ হয়েছে দু’দফাতেই। দেখা যাচ্ছে এই অস্ত্র কিনতে টাকা খরচ হয়নি। খরচ হয়েছে পাঠাতে। ফলে বাড়তি হিসেব হয়ে গিয়েছিল। এখন বেঁচে যাওয়া অর্থ খরচ হবে ইউক্রেনের এলাকা পুনরুদ্ধার অভিযানে। 

রাশিয়া বারবারই দাবি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ পুরোদস্তুর টাকা এবং অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে। এই যুদ্ধ একতরফা নয়। আবার আমেরিকায় সম্প্রতি ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে বিবাদ হয়েছে খরচ ঘিরে। তাতে সামাজিক প্রকল্পে ছাঁটকাট হয়েছে। কিন্তু সমরাস্ত্রের বিপুল খরচ কমানো হয়নি। 

ইউক্রেন বলেছে, তাদের পুনরুদ্ধার অভিযানের মাঝেই রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে রাজধানী কিভে। ইউক্রেনের বায়ু নিরাপত্তা ব্যবস্থা ৩২ থেকে ৩৫টি ড্রোনকে মাটিতে নামিয়েছে। 

জুনে আমেরিকা জানায় যে ইউক্রেনকে যুদ্ধ সহায়তা বাবদ ৩৪০০ কোটি ডলার সহায়তা দেবে।   

Comments :0

Login to leave a comment