BJP govt's new power rule

রাতে বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে কেন্দ্র

জাতীয়

বিদ্যুৎ ব্যবহার নিয়ে নতুন নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। রয়টার্সের দেওয়া খবর অনুযায়ী দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ২০% মাসুল ছাড় থাকবে। তেমনি রাতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ২০ শতাংশ মাসুল বৃদ্ধি পাবে। বিদ্যুৎ শঙ্কট মেটাতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের শক্তি মন্ত্রক এমনটাই দাবি করেছে রয়টার্স। শক্তি মন্ত্রকের দাবি পিক সময়ে গ্রিডের চাহিদা কমাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। ২০৩০’র মধ্যে জীবাশ্ম জ্বালানী ব্যবহার কমানোর লক্ষ্যে নানা পদক্ষেপ করছে তারমধ্যে রাতে বিদ্যুত ব্যবহারের ক্ষেত্রে খরচ বাড়িয়ে তা নিয়ণ্ত্রণে আনতে চায় কেন্দ্রের মোদী সরকার।


এপ্রিল ২০২৪ থেকে লাগু হবে এই নতুন নিয়ম। শক্তি মন্ত্রক জানায় বিদ্যুতের খরচ বাঁচাতে সৌর শক্তি, জল বিদ্যুৎ ইত্যাদি বঙয়হার করা হবে। সৌর বিদ্যুতের খরচ কম হলেও জল বিদ্যুৎ, তাপ বিদ্যুতের খরচ অনেক বেশী হয়। সেকারণেই খরচও বাড়বে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কেন্দ্রের পরামর্শ দিনের বেলা যতটা সম্ভব বিদ্যুৎ ব্যহার করে কাজ চালিয়ে নিয়ে যেতে হবে। রাত হলেই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে চড়া মাশুল দিতে হবে। কিন্তু এই প্রস্তাবে সাধারণ মানুষের মধ্যে থেকেই নানা কথা উঠে এসেছে। অনেকেরই দাবি আমাদের দেশ গ্রীষ্ম প্রধান দেশ। তারওপরে চলতি বছরে যে হারে তাপপ্রবাহ চলছে সারা দেশজুড়ে সেখানে ফ্যান না চালিয়ে থাকা প্রায় অসম্ভব। সারা দেশে শীতাতপ নিয়ন্ত্রিতযন্ত্র যত জন ব্যবহার করেন তার থেকে বেশী মানুষ ফ্যানের ওপরেই নির্ভরশীল। সেখানে এই ভাবে রাতে বিদ্যুতের মাশুল বাড়ালে দিনের শেষে ফ্যান চালিয়ে শান্তির ঘুম থেকেও বঞ্চিত করছে দেশের সরকার।

Comments :0

Login to leave a comment