Premier League

দশজন নিয়েও জিতল সিটি

খেলা

Premier League

ম্যাঞ্চেস্টার সিটিকে আটকাবে কোন দল? এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন। তাঁরা এতটাই অপ্রতিরোধ্য, ম্যাচের মাঝখানে, দশজনে পরিণত হওয়ার পরও তাঁদের হারানোর সাধ্য হচ্ছে না দলগুলির। ম্যাচের ৪৬ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যান মিডফিল্ডার রড্রিগো। স্পেনের এই ফুটবলারটি হলেন সিটির হৃৎপিন্ড। তাঁর না থাকা একপ্রকার ধাক্কার সমান। যদিও ততক্ষণে সিটি দু’গোলে এগিয়ে ছিল। তাই, ম্যাচের সেরকমভাবে প্রভাব পড়েনি। বাকি সময়, নটিংহ্যাম ফরেস্ট গোল করতে পারেননি। সিটিও আর ব্যবধান বাড়াতে পারেনি। নটিংহ্যামকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পেপ গুয়ার্দিওলার দল।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অপরাজিত সিটি। ৬ ম্যাচে ৬ টি জয়ে পয়েন্ট ১৮। গোল করেছে ১৬ টি। হজম করেছে ৩ টি। নিজেদের ম্যাচ টটেনহ্যাম হটস্পার জিতলেও ছুঁতে পারবে না সিটিকে। দু’পয়েন্টের ব্যবধান থাকবে। এখনও বোঝা যাচ্ছে,  ২০২৩-২৪ লিগ জয়ের প্রধান দাবিদার সিটিই। বাকি দলগুলি তাঁদের ধাওয়া করবে। সিটি অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলবে।
ম্যাচের সাত মিনিটেই সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। রড্রিগোর পাস নটিংহ্যাম ফরেস্টের ডিফেন্সকে ফালাফালা করে দেয়, বলটি ধরে চমৎকার ফিনিশ করেন ফোডেন। ফোডেনের গোলটি হয়েছে ৪৬ পাসে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আর্লিং হালান্ড। ম্যাথাইজ নুনেজের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন গত প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার। এবারও তিনি প্রায় প্রতিটি ম্যাচে গোল পাচ্ছেন। গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন হালান্ড। দ্বিতীয়ার্ধে সিটি দশজনে হয়ে যাওয়ার পরও তাঁদের আক্রমণের ঝাঁঝ কমেনি। তবে গোলটিই খালি হয়নি। ফরেস্ট হারিয়ে একটি নজির গড়ল সিটি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা ২০ টি ম্যাচ জেতার। আগামী ২৮ সেপ্টেম্বর লিগ কাপে সিটির খেলা রয়েছে নিউক্যাসেলের বিরুদ্ধে। ইপিএলের পরের ম্যাচ উলভসের বিপক্ষে। অন্যদিকে, লুটন টাউন-উলভসের ম্যাচ ১-১ ড্র হয়েছে। ক্রিস্টাল প্যালেস-ফুলহ্যামের ম্যাচটি গোলশূণ্য শেষ হয়।

Comments :0

Login to leave a comment