Vijay hazare trophy

বিজয় হাজারেতে রেকর্ড পাঞ্জাবের

খেলা

মঙ্গলবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে রেকর্ড ৪২৪ রান করে পাঞ্জাব। নবম দল হিসেবে বিজয় হাজারেতে ৪০০ রানের গন্ডি পার করলো পাঞ্জাব। সৌরাষ্টের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক ও প্রোভসিমরান সিং জোড়া সেঞ্চুরি করেন। এছাড়াও যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ রানও ( ২৯৮ রান ) তাদের দখলেই রয়েছে। এখনো পর্যন্ত এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে তামিলনাড়ুর। ২০২২ সালে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৫০৬রান করে তামিলনাড়ু। এবার পাঞ্জাবও জায়গা করে নিয়েছে এই তালিকার পঞ্চম দল হিসেবে।

Comments :0

Login to leave a comment