QUZE \ AML KAR \ NATUNPATA \ ANS : 14 NOVEMBER 2024

বলতে পারো \ অমল কর \ নতুনপাতা \ উত্তর : ১৪ নভেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  ANS  14 NOVEMBER 2024

বলতে পারো
অমল কর

নতুনপাতা 

জিজ্ঞাসা

১. The Discovery of India ও Children's Day-এর কি সংযোগ ?
২. আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল কে করেন?
৩. ২০২৪ সালে পুরুষ বিভাগে কে পেলেন ব্যালন ডি'অর (Ballon d'or) খ্যাতি?
৪. প্রখ্যাত নাট্যবেত্তা ও চলচ্চিত্র অভিনেতা মনোজ মিত্র সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. বিখ্যাত কোন্ কোন্ পরিচালকের পরিচালনায় মনোজ মিত্র চলচ্চিত্রে অভিনয় করেন?
৬. ভারতের বৃহত্তম গুহামন্দির কোনটি?

সমাধান

১. জহরলাল নেহেরুর লেখা ও জন্মদিবস The Discovery of India ও Children's Day।
২. আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বাধিক ১৩৩টি গোল করেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো ।
৩.  ১৯৫৬ সাল থেকে প্রদেয় ফ্রান্স ফুটবল সংস্থার সেরা ফুটবলারকে ব্যালন ডি'অর পুরস্কার দেওয়া হয়।২০২৪ সালে পুরুষ বিভাগে স্পেন ও ম্যাঞ্চেস্টার সিটির রডরিগো ফার্নান্ডেজকে ( ১২টি গোল, ১৪ টি গোলে সাহায্য,১০৪টি গোলমুখে পাস, ৬৬টি সফল ড্রিবলিং) পুরস্কারটি (সোনার বল) দেওয়া হয়।
৪. মনোজ মিত্র ( জন্ম ২২/১২/১৯৩৮, মৃত্যু ১২/১১/২৪) রবীন্দ্র ভারতীর শিশিরকুমার ভাদুড়ি অধ্যাপক,পঃবঃ নাট্য আকাদেমির সভাপতি, সুন্দরম গন্ধর্ব ঋতায়ণ নাট্যদলের অভিনেতা, নাট্যকার অভিনেতা পরিচালক প্রযোজক, চলচ্চিত্র অভিনেতা, পঃবঃ সঙ্গীত নাটক আকাদেমি কলিকাতা বিশ্ববিদ্যালয় এশিয়াটিক সোসাইটি ফিলম ফেয়ার কলাকার মুনীর চৌধুরী ইত্যাকার পুরস্কার জয়ী।
৫. তপন সিংহ, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষ প্রমুখ প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে মনোজ মিত্র অভিনয় করেন।
৬. ' ইলোরা' ভারতের বৃহত্তম গুহামন্দির।

Comments :0

Login to leave a comment