Reliance Foundation Development League

ডায়মন্ড হারবারকে হারাল মোহনবাগান

খেলা

RFDL match Mohunbagan vs Diamond Harbour FC

চ্যাম্পিয়নসুলভ মানসিকতা বোধহয় একেই বলে। সোমবার নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের রিসার্ভ দলের। RFDL এর জোনাল পর্বের ম্যাচে ৩-১ গোলে জিতল মোহনবাগান। গোল করবেন টাইসন, টংসিন ও শিবম মুন্ডা। ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোল বেঞ্জামিনের। সিনিয়র দলের শিল্ড জয়ের পরের দিনই রিসার্ভ দলের এরূপ জয়ই বলে দিচ্ছে মোহনবাগানের সব বিভাগের খেলোয়াড়দের রন্ধ্রে রন্ধ্রে  ছড়িয়ে পড়েছে চ্যাম্পিয়নসুলভ মানসিকতার অক্সিজেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন