আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন-ধর্ষণ কাণ্ডে বিচার শেষ বলে জানালো শিয়ালদহ আদালত। ১৮ জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে বিচার আদালত।
এই মামলায় সিবিআই’র চার্জশিটে অভিযুক্ত কেবল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম রয়েছে। বিচার আদালতে সঞ্জয়ের বিরুদ্ধেই সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
সিবিআই’র তদন্ত এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবারই প্রশ্ন তুলছেন বিচারের দাবিতে সরব প্রতিবাদীরা। নিহত চিকিৎসকের বাবা-মা বারবারই বিশদ তদন্তের দাবি তুলেছেন।
এদিন আবার ধৃতের আইনজীবী আদালতে দাবি করেন যে তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে। সিবিআই’র বক্তব্য সঠিক নয়।
সিবিআই আদালতে বলেছে যে হত্যাকাণ্ডে সব তথ্যপ্রমাণ একজনের বিরুদ্ধেই। একজনের পক্ষেও এই অপরাধ সম্ভব।
সিবিআই’র এমন বক্তব্যের বিরোধিতা করছেন চিকিৎসক আন্দোলনের বিভিন্ন অংশ। হাসপাতালে সংগঠিত অপরাধ চক্র এবং শাসানি সংস্কৃতিকে দায়ী করেছেন তাঁরা। তথ্য প্রমাণ লোপাটেরও গুরুতর অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলেও সিবিআই চার্জশিট না দেওয়ায় জামিন হয়।
RG Kar Trial
আরজি কর: বিচার শেষ শিয়ালদহ আদালতে, রায় ১৮ জানুয়ারি
×
Comments :0