Supreme Court

অতিরিক্ত শূন্য পদের ঘটনায় সিবিআই তদন্ত খারিজ করলো সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্য পদ তৈরির বিষয় সিবিআই তদন্তে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি সামনে আসার পর রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে তাতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। মামলাকারিদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে এই পদ তৈরি করে সরকার ঘুর পথে অযোগ্যদের সুযোগ করে দিচ্ছে। এই নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে গত বছর এপ্রিল মাসে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরির বিরুদ্ধে সিবিআইয়ের তদন্তের নির্দেশ দেয়। রাজ্যের পক্ষ থেকে তার বিরোধীতা করে সুপ্রিম কোর্টের যাওয়া হয়। 

এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে ক্যাবিনেট এই সিদ্ধান্তকে যেহেতু রাজ্যপাল সম্মতি দিয়েছেন তাই এই সিদ্ধান্ত বা অতিরিক্ত শূন্য পদ তৈরি করা অসাংবিধানিক নয়। 

২০২২ সালের মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য ছহাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিও জারি করা হয়। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। হাই কোর্ট জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত আইনি নয়। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। পূর্বে হাই কোর্টের ওই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। 

Comments :0

Login to leave a comment