এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে ক্যাবিনেট এই সিদ্ধান্তকে যেহেতু রাজ্যপাল সম্মতি দিয়েছেন তাই এই সিদ্ধান্ত বা অতিরিক্ত শূন্য পদ তৈরি করা অসাংবিধানিক নয়।
২০২২ সালের মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য ছ’হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিও জারি করা হয়। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। হাই কোর্ট জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত ‘আইনি নয়’। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। পূর্বে হাই কোর্টের ওই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল।
Comments :0