লাল পতাকায় ছেয়ে প্রায় ৪০ হাজারের মিছিল চলেছে। নাসিক মুম্বাই হাইওয়ের ওপর। বিপুল সংখ্যায় কৃষিজীবীর যোগদান। সাধারণ তন্ত্র দিবস পালিত হলো এই মহাসড়কের ওপর।
পালঘরে আন্দোলনে জয় হাসিল করেছেন কৃষকরা। এবার মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বাই চলেছে মিছিল। দাবি কৃষকের জমির অধিকারের। দাবি বনাঞ্চল জমির পাট্টার। দাবি রয়েছে ক্ষেতমজুর মজুরির, একশ দিনের কাজ ফিরিয়ে আনার।
সোমবার মিছিলের মাঝে পালিত হয় সাধারণ তন্ত্র দিবস। মিছিল রয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওয়ালে, জে পি গাভিট।
Nasik Rally
নাসিক-মুম্বাই মহাসড়কে সংবিধান রক্ষার শপথ
×
Comments :0