Ranji trophy

রঞ্জির ফাইনালে কেরালা

খেলা

ছবি প্রতিকী

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার ইতিহাস গড়ল কেরালা। গুজরাট ক্রিকেট ক্লাবকে তারা হারালো ২ রানে। গুজরাটকে হারিয়েই প্রথমবার রঞ্জির ফাইনালে পৌঁছাল কেরালা। প্রথম ইনিংসে আজহারউদ্দিনের ১৭৭ রানের সৌজন্যে কেরালা ৪৫৭ রানের লক্ষ্য স্থাপন করে গুজরাটের উদ্দেশ্যে। প্রিয়াঙ্ক পঞ্চালের ১৪৮ এবং আর্য দেশাইয়ের ৭০ রানে কেরালা লড়াইয়ের মধ্যে থাকলেও মাত্র ২ রানের ব্যবধানেই কাল হল তাদের জন্য। ফাইনালে বিদর্বার মুখোমুখি হবে কেরালা। নাগপুরে যারা মুম্বইকে ৮০ রানে হারিয়ে স্তম্ভিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে।



 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন