মণিপুর জাতি দাঙ্গা, জাতি বিদ্বেষের ঘটনাকে তীব্র নিন্দা করে উত্তরবঙ্গ মানবিক সংগঠনের পক্ষ থেকে মৌন মিছিল হয়। দীর্ঘ মিছিলের পুরোভাগে ছিলেন মিশনারির বহু ফাদার, আদিবাসী, তফসিলি সম্প্রদায়ের মানুষ। অমানবিক সংঘাতের আড়ালে জীবনের বহু জটিল অধ্যায় হারিয়ে যাচ্ছে মণিপুরে। দলিত, পিছিয়ে পড়া মানুষের মৃত্যু মিছিল, লক্ষাধিক মানুষ ভিটে মাটি ছাড়া। মানুষের জীবন-সঙ্কটের কথা কেউ খেয়ালও রাখে না। অভিযোগ হিংসার মণিপুরে এমনই বহু অনেক মানুষের মৃত্যু হয়েছে এমনও অনেক ঘটনা ঘটে চলেছে, রাজনৈতিক কারণে প্রকাশ্যে আসছে না। এদিন হাজার হাজার মানুষের মিছিলে আওয়াজ উঠল ‘যুদ্ধ নয়, হিংসা নয়, শান্তি ফিরুক মণিপুরে’।
দীর্ঘ ৫ কিলোমিটার পথে মানুষের মিছিল এসে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলা শাসকের অফিসের সামনে। সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ মানবিকতা ও সেবা সমিতির কর্মকর্তা সনাতন হাঁসদা। তিনি বলেন, অশান্ত মণিপুর। একটা সম্প্রদায়ের ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। মায়েদের উপর অমানবিক হেনস্তা করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতিয়ার তির ধনুক। আজকের মিছিল ছিলো শান্তিপূর্ণ। শান্তির বার্তা নিয়ে জেলা শাসকের মধ্যমে মণিপুরের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এমনকি প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হলো।
Comments :0