আবারও এটিএম লুটের ঘটনা ঘটলো হাওড়ার বাঁকড়া এলাকায়। চলে যাবার সময়ে এটিএম ভেঙে আগুন লাগালো দুস্কৃতীকারীরা। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বাঁকড়া মুন্সীডাঙ্গা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম শাটার নামানো অবস্থায় ভিতরে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বাঁকড়া ফাড়ি ও ডোমজুড় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ভাঙাচোরা অবস্থায় এটিএম পড়ে আছে। পুরো মেশিন আগুনে পুড়ে গেছে। খবর দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের। পুলিশ ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান এটিএম থেকে টাকা লুট করে মেশিন ভাঙচুর করে আগুন লাগিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতীকারীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুন্সীডাঙ্গা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান বাঁকড়া এলাকায় কোন এটিএম’র সামনে নিরাপত্তা কর্মীদের দেখা পাওয়া যায় না। এটিএম’র ভিতরে থাকা সিসিটিভি আগুনে পুড়ে যাওয়ায় দুস্কৃতীকারীদের সনাক্ত করতে অসুবিধায় পড়েছে পুলিশ। এলাকার সিসিটিভি দেখে দুস্কৃতীকারীদের সনাক্ত করতে চাইছে ডোমজুড় থানার পুলিশ। এটিএম মেশিনে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে একাধিক প্রশ্ন উঠছে। চালু এটিএম’র শাটার নামালো কে? ভিতরে আগুন লাগলেও বাইরের বোর্ড ভাঙলো কে? এটিএম মেশিন আগুনে পুড়লেও টাকার বাক্সে নেই কোনো পুড়ে যাওয়ার টাকার চিহ্ন? ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষের কাছে যাবতীয় তথ্য ও সিসিটিভির ফুটেজ চেয়েছে পুলিশ।
Robbers loot ATM
হাওড়ার এটিএম লুট
×
Comments :0