SIR Protest Bhagabangola

এসআইআর: ভগবানগোলায় বিডিও দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ যুবদের

জেলা

এসআইআর হয়রানিতে নাজেহাল মানুষ। প্রতিবাদে ভগবানগোলায় বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই। 
মঙ্গলবার ভগবানগোলা বাজার থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান ডিওয়াইএফআই কর্মীরা। মিছিলে পা মেলান এসআইআরে হয়রানির শিকার মানুষ। যুবদের ক্ষোভ আছড়ে পড়ে বিডিও অফিসের মূল দরজায়। পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি। বিডিও অফিস চত্বরে ঢুকে পড়েন ডিওয়াইএফআই কর্মীরা। বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে দেখানো হয় বিক্ষোভ। 


বিডিও অফিসের বাইরে হয় বিক্ষোভ সভা। সভায় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশন এসআইআর’র নাম করে সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে। রাজ্যের সরকার কেন্দ্রের ইশারাতেই কাজ করছে। হেনস্তার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হেনস্তা বন্ধ করতে হবে। 
এদিন বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতা সফিকুল ইসলাম, কাউসার ওয়াহেদ নাসির, মৌলা বক্স সাদ্দম, মিজারুল হক প্রমুখ। বক্তব্য রাখেন প্রাক্তন যুব নেতা কামাল হোসেন, আনোয়ার সাদাত।

Comments :0

Login to leave a comment