হুমকি দিয়ে সরাসরি নেমেছিল তৃণমূলের বাহিনী। নির্বাচন হয়েছে দীর্ঘ টালবাহানার পর। তবু প্রতিরোধ করেই ঢাকুরিয়া কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়ী হয়েছেন সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা।
দীর্ঘ ৯ বছর পর রবিবার ৮ সেপ্টেম্বর এই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়। মোট ৩৩টি আসনের মধ্যে সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা ২২টি আসনে জয়ী হযন। তৃণমূল কংগ্রেস পায় ১০ টি আসন এবং বিজেপি ২টি আসনে জয়ী হয়।
রবিবার সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভোট দিতে বাধা দেয়। ভেঙে ফেলে পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের বুথ ক্যাম্প। এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলে এবং দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রথমে হুমকি দিতে থাকে জাভেদ খানের সিন্ডিকেট বাহিনী। পরবর্তীতে হুমকিতে কাজ না হলে তাঁরা শারীরিক আক্রমণ করে। স্থানীয় বামফ্রন্ট কাউন্সিলার মধুছন্দা দেবকেও অশ্রাব্য ভাষা গালিগালাজ করে স্থানীয় তৃণমূলের নেতা তরুণ মন্ডল। শেষ পর্যন্ত সমস্ত ভয়কে উপেক্ষা করে ভোটাররা মত দেন। ভোট গণনার শেষে মঞ্চের প্রার্থীরা ২২টি আসনে জয়লাভ করেন। স্থানীয় কাউন্সিলার মধুছন্দা দেব সমবায়ের ভোটারদের অভিনন্দন জানান।
Comments :0