SFI RALLY

‘গীতাপাঠ, চণ্ডীপাঠ হচ্ছে, বন্ধ হচ্ছে সহজ পাঠ’

রাজ্য জেলা

সোনারপুরে এসএফআই’র সমাবেশে সুজন চক্রবর্তী।

এ রাজ্যে গীতাপাঠ হচ্ছে, চণ্ডীপাঠ হচ্ছে। আর এ রাজ্যেই বন্ধ হচ্ছে ৮ হাজারের বেশি প্রাথমিক স্কুল। সহজ পাঠ কোথায় পড়ানো হবে তা নিয়ে আলোচনা হচ্ছে না। 
রবিবার সোনারপুরে এসএফআই’র ডাকে ছাত্র সমাবেশ তুলেছে এই সঙ্কট। সমাবেশে এসএফআই’র প্রাক্তন সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘রাজনীতি মানে মানুষ। রাজনীতি মানে দেশ। মানুষের শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান। রাজনীতির এই সংজ্ঞাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তিগত বিশ্বাসকে ভোটের জন্য কাজে লাগানো হচ্ছে। এই রাজনীতিকে পরাজিত করতে হবে।’’
এদিন সোনারপুরে এসএফআই দক্ষিণ ২৪ পরগনা জেলা ৩০ তম সম্মেলনের প্রকাশ সমাবেশ হয়েছে। বক্তব্য রেখেছেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতীকুর রহমান, সর্বভারতীয় সহসভাপতি দীপ্সিতা ধর। বক্তব্য রেখেছেন জেলা নেতৃবৃন্দও।
ছাত্র নেতৃবৃন্দ বলেছেন, দেশে স্কুল বন্ধ হচ্ছে, হচ্ছে রাজ্যেও। সবচেয়ে বড় মন্দির গড়ার কথায় ভোট হচ্ছে। কেন এ দেশে বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের কথা ভাবতে পারব না। কেন দেশে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল হবে না। কেন এ দেশে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত কারখানা হবে না।  
চক্রবর্তী বলেছেন, ‘‘মানুষ যে যার ঘরে নিজের মতো ধর্মপালন করতেন। তাকে টেনে নামানো হচ্ছে রাজনীতির ময়দানে। অথচ স্বাধীনতার লড়াইয়ে ব্রিটিশের সঙ্গে লড়াই হয়েছিল দেশ গড়ার জন্য। আজকে নিজের নিজের ক্ষমতা দেখানোর জায়গা হয়েছে রাজনীতি। আর দেশ পিছাচ্ছে। ক্ষুধায় সবচেয়ে বেশি, কর্মহীনতা সবচেয়ে বেশি ভারত।’’ 
রাজ্যের প্রসঙ্গে চক্রবর্তী বলেছেন, ‘‘সকাল থেকে খুন, ধর্ষণ। পরীক্ষা হলেই প্রশ্নপত্র ফাঁস। নিয়মিত চাকরির পরীক্ষা হচ্ছে না। বারো বছরের মেয়াদে এই সরকার চারবার ‘টেট’ করিয়েছে। তা-ও নিয়োগ হয়নি। এ রাজ্যেই বামফ্রন্ট সরকার ছিল। প্রতি বছর সরকারি চাকরির পরীক্ষা ছিল। প্রতি বছর টেট, এসএসসি হতো। এটাই ছিল রাজনীতি। রাজনীতির আঙিনাকে কলুষিত করা হচ্ছে।’’
ছাত্রদের কাছে তাঁর আহ্বান, ‘‘নতুন প্রজন্মকে যুক্তি, তর্কের পথে, লড়াইয়ের পথে নিয়ে আসুন। ব্যক্তিস্বার্থ না। সামাজিক, মানবিক মনোভাব নিয়ে এগনোর লড়াই করুন।’’

Comments :0

Login to leave a comment