ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ একাধিক প্রসূতি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রায় ১০ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতিতেই এই ঘটনা বলে জানিয়েছে রোগীর পরিবারের সদস্যরা। অসুস্থ প্রসূতিদের পরিবারের অভিযোগ, "শুক্রবার রাতে একটি ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।" কারোর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় আবার কেউ ছটফট করতে থাকেন।
খবর পেয়ে রাতেই হাসপাতালে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থ প্রসূতিদের। রাতেই দু'জন প্রসূতির অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়। স্বাস্থ্য কর্তারা কিছুই জানাননি কী কারণে তাদের এই পস্থিতি হল।
চলতি বছরের শুরুতে মেদিনীপুর মেডিক্যাল জাল স্যালাইন প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েকজনেই মৃত্যুও হয়েছিল।
মন্তব্যসমূহ :0