santanu sen

আইএমএ থেকেও সাসপেন্ড শান্তনু সেন

রাজ্য কলকাতা

আগেই দু বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার শান্তনু সেনকে সাসপেন্ড করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা। ২ বছরের জন্য তাঁকে সাসপেন্ড করা হলো। রেজিস্ট্রেশন বাতিলের পর সদস্য পদ বাতিল হলো শান্তনুর। 
আইএমএ কলকাতা শাখার তরফে জানানো হয়েছে, "রাজ্যের চিকিৎসকদের রেজিস্ট্রেশন হয় রাজ্য মেডিক্যাল কাউন্সিলে। সেখান থেকে আপনাকে ২ বছরের জন্য সাসপেন্ড করেছে। ফলে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কোনও শাখার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেই কারণে আইএমএ কলকাতা শাখার প্রাথমিক সদস্যপদ সাসপেন্ড করা হলো।’’ শান্তনু সেনের বিরুদ্ধে শাস্তির সঙ্গে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের সম্পর্ক রয়েছে বলে মত চিকিৎসক মহলের বড় অংশের। উল্লেখ্য, শান্তনু সেন আর জি করে চিকিৎসক হত্যার ঘটনার সমালোচনা করেছিলেন।

Comments :0

Login to leave a comment