কলকাতার শরাফ হাউসে অগ্নিদগ্ধ হয়ে নিহত শ্যামসুন্দর সাহার দেহ আনা হলো ঘোলায় তাঁর বাসভবনে।
তাঁর বয়স হয়েছিল ৬৫।
গত বুধবার রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন লাগে। শ্যামসুন্দর সাহার বাড়ি
ঘোলা নবপল্লী পন্ডিত সারদা ব্যানার্জি রোডে।
বৃহস্পতিবার রাতের তাঁর মৃত্যুর খবর পুলিশ দেয় পরিজনদের।
পরিবারের অভিযোগ সংশ্লিষ্ট সংস্থা তাঁর মৃত্যুর খবর চেপে যেতে চেয়েছিল।
শুক্রবার তাঁর মৃতদেহের ময়না তদন্ত হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। দেহ এলাকায় নিয়ে আসা হলে শোকার্ত পরিবার এবং প্রতিবেশীরা শ্রদ্ধা জানান।
তাঁরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। শুধুমাত্র তদন্ত ও শাস্তির দাবিই নয় ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
Comments :0