Korea flood

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কয়েক দিনের ভারী বর্ষণে ভূমিধস, বন্যা ও অন্যান্য ঘটনায় অন্তত ২৬ জন নিহত এবং আরো ১০ জন নিখোঁজ হয়েছে, শনিবার সরকার জানিয়েছে।

শুক্রবার এবং শনিবার ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, সমস্ত মধ্য ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে, স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রক এক প্রতিবেদনে জানিয়েছে।
শনিবার সকালে মন্ত্রকের একটি পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বর্ষণের ফলে হওয়া ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে পাঁচজন মারা গেছে। ভূমিধসের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ মন্ত্রকের প্রতিবেদনে অতিরিক্ত মৃত্যুর কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে মঙ্গলবার থেকে ১০ জন নিখোঁজ হয়েছে এবং বৃহস্পতিবার থেকে ১৩ জন আহত হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় গত ৯ জুলাই থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে। মন্ত্রকের প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিনে প্রায় ৫,৫৭০ জন লোককে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং ২৫,৪৭০টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত পর্যন্ত ৪,২০০ জনেরও বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

Comments :0

Login to leave a comment